অবশেষে সুন্দরবনে আয়োজিত হল তিন দিন ব্যাপি স্বাস্থ্য পরীক্ষা শিবির

অবশেষে সুন্দরবনে আয়োজিত হল তিন দিন ব্যাপি স্বাস্থ্য পরীক্ষা শিবির

Reported By : Sumanta Das

৭ ই নভেম্বর, সোমবার, সুন্দরবন এলাকার ঝড়খালী অঞ্চলের প্রত‍্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ‍্য সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে তিন দিন ব্যাপি এক স্বাস্থ‍্য পরীক্ষা শিবিরের আয়োজন করে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্ট। তিন দিন ব‍্যাপি এই শিবিরে স্থানীয় মানুষের স্বাস্থ‍্য পরীক্ষা ছাড়াও রক্তদানের উৎসাহ দিতে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পাশাপাশি ওই এলাকার মা, বোন ও ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটিতে স্বর্ণদ্বীপ সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আরণ‍্যক ফাউন্ডেশন নামে আর এক সেচ্ছাসেবী সংস্থা। এই তিনদিন ব‍্যাপি স্বাস্থ্য শিবিরের শুভ সুচনা করেন সাংসদ প্রতিমা মন্ডল। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝর্না মন্ডল, তন্ময় মন্ডল প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। আয়োজক শ্রীকান্তবাবু জানান, টানা তিন দিন ব‍্যাপি স্বাস্থ‍্য শিবির তেমন একটা দেখা যায় না। তাই তারা এই কর্মসূচি গ্রহণ করছেন। আর এতে ঝড়খালির মানুষ উপকৃত হল বলেও তিনি জানান।

Leave a Reply

error: Content is protected !!