Reported By : Masud Rana
২৪ শে মার্চ , শুক্রবার , ডোমকল থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল দুই ব্যাক্তিকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের কাটাকোপরা কুঠি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সন্দেহভাজন দুই ব্যাক্তিকে আটকায়। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি তৈরি পিস্তল এবং পয়েন্ট ওয়ান টু বোরের দুই রাউন্ড গুলি। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম, মিন্টু সেখ (32) এবং কাইয়ুব মন্ডল (35)। ধৃতদের বাড়ি ডোমকলের রাইপুর এবং ডুমুরতলা এলাকায়। ধৃতদের শুক্রবার 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি কি কারনে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ডোমকল থানার পুলিশ।