আদৌ কি কাটবে নসিপুর রেল ব্রিজের জট

আদৌ কি কাটবে নসিপুর রেল ব্রিজের জট

REPORTED BY:- BINOY ROY

শুক্রবার জেলাশাসকের সামনে বিকেল তিনটে বৈঠক করতে জেলায় এসেছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডি আর এম শ্রীশিলেন্দ্র প্রতাপ সিং বলে ন আজ আমরা এই ব্রিজের ব্যাপারে জমিদাতাদের সঙ্গে কথা বলব নসিপুর রেল ব্রিজের চালু হওয়ার ব্যাপারে তিনি বলেন জমিদা তারা সকলের টাকা পেয়েছেন কিন্তু তাদের দাবি চাকরির ব্যাপারে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথা বলে তাড়াতাড়ি এই প্রজেক্টকে চালু করবেন বলে তিনি বলেন তিনি বলেন জমিদাতারা দাবি করেন চাকরি দেওয়ার জন্য কিন্তু রেলের রেলের কোন পলিসি নাই এই চাকরি দেয়ার ব্যাপারে। আরো বলেন এখন আমরা আলোচনায় বসে তাদের কে এটাই বলতে চাই যে নসিপুর রেল ব্রিজ চালু হলে তাদের ই ভালো হবে আপনারা তো জমির টাকা পেয়েছেন এই ব্রিজ চালু হলে আপনার জাগার ডেভলপমেন্ট হবে। এখন দেখার বিষয় আজকের বৈঠকের পর আদৌ কি জট কাটবে?

Leave a Reply

error: Content is protected !!