মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বেসরকারি বাসের কর্মীরা মার খাচ্ছেন। ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলে রবিবার বিক্ষোভ সমাবেশ করল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বাস ও ট্রাক ইউনিয়ন -কর্মী রা। সংস্থার সম্পাদক আনিসুর আম্বিয়া জানিয়েছেম, জেলার বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন। শুক্রবার ইসলামপুরে একটি বাসের দুই কর্মীকে এবং গড়াইমারি এলাকার হারুরপাড়ায় এক বাস চালককে স্থানীয় বাসিন্দারা মারধর করেন। তাদের অবস্থা আশঙ্কা জনক। এর প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ। পুলিশের কাছে আমাদের দাবি, দোষীদের ধরতে হবে। কোনও ব্যবস্থা না হলে আগামীতে জেলা জুড়ে যানবাহন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দেন তিনি।