Reported By অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া
বাঙালীর সাংস্কৃতিক ও শিক্ষাগত ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন উদযাপন করা হল গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে। “হৃদয়ে ঈশ্বর” শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা প্রবল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
সকালবেলায় প্রধান শিক্ষক সায়ন দে, সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীরা মাল্যদান করে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কালজয়ী সৃষ্টি বর্ণপরিচয় বইয়ের দুই ভাগ থেকে নির্বাচিত অংশ তুলে ধরে হস্তলিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে বলেন, “ঈশ্বরচন্দ্র আমাদের শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন তার গুরুত্ব এই প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করতেই আমাদের এই উদ্যোগ।” তিনি আরও যোগ করেন, “হস্তলিখন প্রতিযোগিতায় বর্ণপরিচয়ের ছোঁয়া, বানান, যতিচিহ্ন মাত্রা এসবের প্রয়োগ ঠিক রাখার নিরন্তর যে চেষ্টা বিদ্যালয়ে হয়, তারই একটা অংশ এই বিশেষ দিনে আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপরে একটি “স্টুডেন্ট ক্যুইজ” অনুষ্ঠিত হয়, যা ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে। শেষে বিদ্যাসাগরের জীবনের কিছু শিক্ষনীয় ঘটনার উপরে নির্মিত অ্যানিমেশন ভিডিও প্রদর্শন করা হয়, যা ছোটদের উৎসাহ ও উদ্দীপনায় ভরিয়ে তোলে।
বিদ্যালয়ের এই উদ্যোগে অভিভাবকরা খুব খুশী হয়ে নিজেদের সন্তানের প্রতি উৎসাহ প্রদান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের নির্দেশনা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার প্রয়াস গ্রহণ করা হয়।