Skip to content
আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার দ্রুত বিচার শুরু করতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার দ্রুত বিচার শুরু করতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

Reported By :- NEWS Desk

কলকাতা আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে তড়িঘড়ি বিচার কার্য শুরু করার নির্দেশ দিয়েছেন ।

তার দেওয়া নির্দেশ মেনে বুধবার দুপুর 01 : 30 মিনিটে চার্জ গঠনের শুনানির কার্যকলাপ শুরু হবে । তবে তার পূর্বেই আসামী সন্দীপ ঘোষ তার বেঞ্চেই নির্দেশ পুনরায় বিবেচনা করার আবেদন করেছিলেন । কিন্তু এই আবেদন গ্রহণ করা হয়নি। যার ফলস্বরূপ তিনি পুনরায় প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন। 

সন্দীপ ঘোষের আইনজীবী জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দেওয়া উচিত ডিসচার্জ পিটিশনের জন্য । 

অসংখ্য পেজ ভর্তি চার্জশিট দেওয়া হলেও তা পড়ে শেষ করার সময় দেওয়া হয়নি । এর মধ্যেই “একক বেঞ্চ কিভাবে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে ?” এই প্রশ্ন তুলেছেন তিনি। 

সিঙ্গল বেঞ্চেও একইভাবে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন সুন্নি ঘোষের আইনজীবী। 

কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্টভাবে জানান,  কিছু বলার বা কোন আবেদন থাকলে তা নিম্ন আদালতে গিয়ে জানাতে হবে। এই এই জটিলতা চলার সময়কালীন প্রধান বিচারপতির বেঞ্চের শরণার্থী হলেন আর জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ । বিকেল 04 : 30 মিনিটে এই মামলার শুনানি কার্য চালু হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।

2024 এর 8 এই আগস্ট গভীর রাতে আর জি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে যে ধর্ষণ ও খুন এর ঘটনা জনগণের সামনে আসে সেই সূত্রে সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয় । সেই মামলার সূত্র ধরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলী, সুমন হাজরা, আশিস পান্ডে কে গ্রেপ্তার করে সিবিআই । তবে এই মামলার টায়ালে দেরি হওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট

Leave a Reply

error: Content is protected !!