ইলেকট্রিকে সক লেগে মৃত্যু এক ব্যাক্তির

ইলেকট্রিকে সক লেগে মৃত্যু এক ব্যাক্তির

Reported By:- Masud Rana

ইলেকট্রিকে সক লেগে মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার গাবতলা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আলী হোসেন, বয়স আনুমানিক ৩৪ বছর। তার বাড়ি ডোমকলের গোবিন্দপুর এলাকায়। জানাযায় আলী হোসেনের নিজেরই ১২ চাকার লরি, সেই লরিতে তিল লোড করার জন্য দুপুর নাগাদ গাবতলায় আসে আলী হোসেন। তিল রোডের কাজ চলছিল, আলী হোসেন নিজেই লরির উপরে ওই তিলের বস্তা ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছিলেন, কিন্তু তার উপরেই ছিল ইলেকট্রিক তার, অসাবধানতাবশত কাজ করাই ওই ইলেকট্রিক তারের স্পর্শ হয় আলী হোসেনের দেহ, তারপরেই লরির উপর থেকেই নিচে পড়ে যায়, তড়িঘড়ি করে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

error: Content is protected !!