Reported By : Masud Rana
২৪ শে নভেম্বর, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের ডোমকলের মোক্তারপুর এলাকায় ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু হল এক কিশোরীর। মৃত ঐ কিশোরীর নাম মারিয়া খাতুন (১২)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা যায়, স্কুলে যাবার জন্য তাড়াতাড়ি করে বের হচ্ছিল। সেই সময় টেবিল ফ্যানের সুইচ দেয় ভুলবশত। আর ঐ টেবিল ফ্যানের তার ছিল লিক। অসাবধানতা বশত হাত পড়ে যায় সেখানে। ফলে সেখানেই ইলেক্ট্রিক শর্ট লেগে পড়ে থাকে। পরিবারের লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে আসার চিকিৎসক ঐ কিশোরীকে মৃত বলে ঘোষনা করেন। ঠিক এমনটাই জানিয়েছেন মৃত ওই কিশোরীর বাবা মিনারুল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ডোমকল থানার পুলিশ।
যদিও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তারপুর মাঠেই ইলেকট্রিক মোটর লাগিয়ে পুকুরে জল দিচ্ছিলেন এক প্রতিবেশী। ওই মাঠেই গিয়েছিল কিশোরী। মাঠে যাওয়ার সময় ইলেকট্রিক মোটরের তার লুজ থাকায় ওই তারে হাত পড়ে কিশোরীর। তারপরেই ওই দুর্ঘটনা। কিন্তু আসলে কি ঘটেছিল ? তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।