Reported By:- Manoj Das
উত্তর দমদম বিধানসভা অঞ্চলে সিপিআইএম-এর উদ্যোগে একটি বিশাল মহা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল নারীর নিরাপত্তা ও ভোটারদের অধিকার রক্ষার দাবি জানানো। মহামিছিলটি যশোর রোডের বাকরা মোড় থেকে শুরু হয়ে এম এ সরণি কল্যাণী এক্সপ্রেসওয়ে ফতুল্লাপুর পর্যন্ত চলে, যা মোট ৭ কিমি দীর্ঘ ছিল।মহা মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম, জেলা কমিটির সম্পাদক পলাশ দাস এবং গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী আত্রি গুহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তৃতায় সেলিম বলেন, “সরকারের ভূমিকা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।”পলাশ দাস আরও জানান, “ভোটারদের বাদ দেওয়া যাবে না, এবং আমরা এই দাবিতে দৃঢ় থাকবো।” মিছিলে অংশগ্রহণকারীরা তাদের শ্লোগানে জোর দিয়ে নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।মহামিছিলে আদর্শ সমাজ নির্মাণের লক্ষ্যে সিপিআইএম-এর বিভিন্ন স্তরের কর্মী, যুবক ও মহিলারা অংশগ্রহণ করেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়। সংগীত, কবিতা ও নাটকের মাধ্যমে প্রতিবাদী বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত সভায় নেতারা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন এবং ভবিষ্যতে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সম্মতি দেন।