Reported By :- অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া
মহাশ্বেতা বন্দনায় যখন রাজ্যবাসী মেতে উঠেছিল, তখন গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ২ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত গাজিপুর বীণাপানি ক্লাব উৎসব মুখর পরিবেশে ৫ দিন ব্যাপী মহাশ্বেতা বন্দনা -র পাশাপাশি মানবিক পরিষেবা -য় ব্রতী হয়েছিল। প্রতি বছর গাজিপুর বীণাপানি ক্লাব পূজা মন্ডপ বিভিন্ন থিম – কে কেন্দ্র করে জনসমক্ষে তুলে ধরে। এবারের থিম ছিল ” আগে কি সুন্দর দিন কাটাইতাম ” । এই থিম -য়ে হারিয়ে যাওয়া দিনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। ড্যাংগুলি খেলা, গাছে উঠে পুকুর – নদীতে ঝাঁপ দেওয়া,পান বরোজ,সুপারি পাতায় বসিয়ে গাড়ি গাড়ি খেলা, গুলি খেলা, ঢেঁকি তে ধান ভাঙ্গা – চাল কোটা, লুকোচুরি খেলা,ঘর সংসার,ডেগেল খেলা, পিঠে – সাইড ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, হ্যারিকেনের আলোয় পড়ালেখা করা ইত্যাদি। এই সব দৃশ্য দেখতে দেখতে দর্শকেরা পুরানা দিনের নানান কথা রোমন্থন করে। ৫ দিন ব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিযোগিতা ছিল উইকেটে বল ছোঁড়া,এক শটে গোলে বল মারা, হাঁড়ি ভাঙা, আবৃত্তি, ক্যুইজ,বসে আঁকো, সংগীত, নৃত্য,যেমন খুশি সাজো,বাতি প্রজ্জ্বলন,শঙ্খবাদন,বসে মিউজিক্যাল চেয়ার। ছিল চিত্র কর্মশালা। শ্রুতি নাটক ‘ অভাগীর স্বর্গ “, নৃত্য প্রদর্শনী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র -ছাত্রীদের সম্বর্ধনা ।এর পাশাপাশি ছিল সমাজসেবা মূলক রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির। সমাজসেবা মূলক শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ বক্সি, বিশিষ্ট চিত্রশিল্পী কাঞ্চনরায় কাঞ্জিলাল, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সদস্যা বীনা পোড়েল, উৎসব কমিটির সহ সভাপতি তপন বাকুলী, উৎসব কমিটির সহ সভাপতি উদয় কাঁড়ার, ক্লাব কমিটির যুগ্ম সম্পাদক বিকাশ পাল ও রাজকুমার কাঁড়ার, এবং ক্লাব কমিটির প্রধান উপদেষ্টা তাপস বাকুলী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাওড়া হসপিটাল ব্লাড ব্যাংক এর চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সহায়তায় ২০ জন মহিলা সহ ৬০ জন রক্তদান করে পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের শরীক হলেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ২০০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার সুযোগ গ্ৰহণ করেন। চক্ষু পরীক্ষা শিবিরে ১২০ জন চক্ষু পরীক্ষা করিয়ে চিকিৎসকদের পরামর্শ করান।যে সমস্ত রোগীদের চশমা নেওয়ার প্রয়োজন তাদের গাজিপুর বীণাপানি ক্লাব এর পক্ষ থেকে বিনামূল্যে চশমা এবং যাদের ছানি অপারেশন এর প্রয়োজন ক্লাবের পক্ষ থেকে তাদের ক্লাবের দায়িত্বে বিনামূল্যে অপারেশন সহ চশমা ও লেন্স দেওয়া হবে বলে জানালেন ক্লাব কমিটির প্রধান উপদেষ্টা তাপস বাকুলী। এলাকার অসহায় দুঃস্থ মানুষেরা গাজিপুর বীণাপানি ক্লাব এর এই মানবিক কাজ প্রসঙ্গে বলেন ‘ তাপস বাকুলী “গরীবের বাবা ” । ওনার কাছে যখনই কোন দুঃস্থ মানুষ কোনো সমস্যা নিয়ে যান ওনি ঠান্ডা মাথায় তাদের সুচিন্তিত পরামর্শ দিয়ে সমস্যার সমাধান করেন।দুঃস্থ -অসহায় ব্যক্তিদের আত্নীয়ের মৃত্যুতে দাহ কাজে, পারলৌকিক কাজে,কন্যাদায় গ্ৰস্ত পিতার কন্যার বিবাহে,দুঃস্থ ছাত্র -ছাত্রীদের পড়াশোনায় , দুঃস্থদের চিকিৎসায় আর্থিক সহায়তা করে থাকেন। ওনার কাছে কেহ কোনো প্রয়োজনে গেলে ওনি তাদের বিমুখ করেন না। যথাসাধ্য সাহায্য – সহযোগিতা করে থাকেন।