Reported By;- মোহাম্মদ জাকারিয়াঃ গোয়ালপোখর
সোমবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের অন্তর্গত গোয়ালপোখর গ্রাম পঞ্চায়েতের চাকলা গড় এলাকায় এক কোটি ৮৬ লক্ষ টাকার বরাদ্দে রাস্তা কাজের ফিতা কেটে উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি।এই উধবধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান,উপ প্রধান সহিত এলাকার তৃণমূল নেতৃত্বরা।