এবার বিএসএফ এর উপরে ক্ষোভ কৃষকদের, প্রতিবাদে অবরোধ নরসিংহপুরে। তাদের দাবি কৃষকদেরকে মাঠে কাজ করতে যাওয়ার সময় হেনস্থার শিকার হতে হয় বিএসএফ দের কাছে। শুধু তাই নয়, বিভিন্ন কৃষকদের দিয়ে বিএসএফদের নিজেদের কাজ করে নেওয়া হয়, কৃষকরা মূলত এই অভিযোগ তুলেই প্রতিবাদে রাস্তা অবরোধ করে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায়। টোটো, বাইক ও বাস আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় কৃষকরা। ঘটনায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় চাষীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগতে হয় তাদেরকে, বিএসএফ জওয়ানরা যদি জিরো পয়েন্টে থাকে এবং নির্দিষ্ট সময়ে সাধারণ কৃষকদেরকে মাঠে নামতে দেয়া হয় তাহলে অনেকটাই সুবিধে হয় কৃষকদের।