খোলা হাওয়া শারদ সংখ্যা ১৪২৮ কবিতা -বিপাশা ভট্টাচার্য September 27, 2021September 28, 2021 gtvnews ১. স্থানিক দূরত্ব মাপার, অক্ষাংশ ও দ্রাঘিমার হিসেব ফুরোলে, এই বার তবে নগ্ন হাতে এসে বসো হৃদয়ের কাছে। শুধিয়ো দুটি বেহিসেবি কুশল। দুটি ভাতে ভাত খেয়ে যেয়ো। ২. একই ছাদের তলায়, চার দেওয়ালের ভিতর, রাজকন্যা আর রাজপুত্তুরের সাত সমুদ্র তেরো নদীর রূপকথা। শুধু বারো হাত কাঁকুরের ছোট্ট পাঁচিলটুকু জীবনভর পেরোনো গেলো না। Share Facebook Twitter Pinterest Linkedin