কবিতা -বিপাশা ভট্টাচার্য

কবিতা -বিপাশা ভট্টাচার্য

.

স্থানিক দূরত্ব মাপার, অক্ষাংশ দ্রাঘিমার

হিসেব ফুরোলে, এই বার তবে নগ্ন হাতে

এসে বসো হৃদয়ের কাছে। শুধিয়ো দুটি

বেহিসেবি কুশল। দুটি ভাতে ভাত খেয়ে যেয়ো।

.

একই ছাদের তলায়, চার দেওয়ালের ভিতর,

রাজকন্যা আর রাজপুত্তুরের

সাত সমুদ্র তেরো নদীর রূপকথা।

শুধু বারো হাত কাঁকুরের ছোট্ট পাঁচিলটুকু

জীবনভর পেরোনো গেলো না।

Leave a Reply