কবি নিমাই আদকের স্মরণে "অভিযান" পত্রিকার আয়োজন
কবি নিমাই আদকের স্মরণে “অভিযান” পত্রিকার আয়োজন

কবি নিমাই আদকের স্মরণে “অভিযান” পত্রিকার আয়োজন

Spread the love
Reported By:- অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া

উদয়নারায়ণপুরের ভবানীপুর "লিটিল হার্ট কিন্ডার গার্ডেন স্কুল" প্রাঙ্গণে 'অভিযান' পরিবারের আয়োজনে কবি স্বর্গীয় নিমাই আদকের স্মরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক দিলীপ বসু, অধ্যাপক ডঃ সুদীপ্ত মাজি, অধ্যাপিকা শম্পা সরকার, জুলফিকার আলী, সুখেন্দু চন্দ্র, এবং সাংবাদিক পুর্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে নিমাই আদকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর স্মৃতি চারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে অতিথিরা কবির সামাজিক দায়িত্ব ও স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। কবি নিমাই আদক ১ লা অক্টোবর ১৯৭৮ সালে সোনাতলা, বিধি চন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং কাব্যজীবনে অসংখ্য সৃজনশীল কাজ করেছেন। তিনি আকাশবাণীতে পত্র লেখক হিসেবে কাজ করতেন এবং প্রশাসনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে লেখালেখি করতেন। 'অভিযান' পত্রিকার পক্ষ থেকে ২০২২ সাল থেকে 'নিমাই আদক স্মৃতি কবি সম্মান' প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছরে এই সম্মাননা প্রদান করা হয় কবি, লিটিল ম্যাগাজিন সংগঠক তথা অধ্যাপক ডঃ সুদীপ্ত মাজিকে। অনুষ্ঠানে শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করে স্বর্গীয় নিমাই আদকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এভাবে, 'অভিযান' পত্রিকা কবি নিমাই আদকের অবদানকে স্মরণ করে তাকে চিরকাল মনে রাখার চেষ্টা করছে, যা আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Translate »