কলকাতার “আইকনিক” ইভেন্ট প্লানারের উদ্যোগে ফটোগ্রাফি এক্সিবিশন-২০২৫

কলকাতার “আইকনিক” ইভেন্ট প্লানারের উদ্যোগে ফটোগ্রাফি এক্সিবিশন-২০২৫

Reported By:- Mahatab Chowdhury

কলকাতার প্রখ্যাত ইভেন্ট প্লানার "আইকনিক" ৩০ এপ্রিল ও ১লা মে ২০২৫ তারিখে 'গ্যালারি গোল্ড'-এ আয়োজন করছে ফটোগ্রাফি এক্সিবিশন-২০২৫। এই অনুষ্ঠানটি নতুন প্রজন্মের প্রতিভাধর আলোকচিত্রীদের উপস্থাপন করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। আজ ১১ এপ্রিল ২০২৫ তারিখে আইকনিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন কলকাতার চার বিশিষ্ট আলোকচিত্রী—মধু সরকার, অতনু পাল, সৌম্য শংঙ্কর ঘোষাল এবং তৃনা সান্যাল। তাদের মতে, এই ধরনের উদ্যোগে প্রকৃত মেধাবী আলোকচিত্রীদের চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। "আইকনিক" এর প্রতিনিধি রুপা কর্মকার জানান, শিল্পকে স্বীকৃতি দিতে এবং মেধাকে মূল্যায়ন করার জন্য এই আয়োজন বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “আমরা চাই, আমাদের এই প্রয়াসের মাধ্যমে নবীন শিল্পীরা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন এবং শিল্প সত্তাকে গুরুত্ব দিতে পারি।” ফটোগ্রাফি এক্সিবিশন-২০২৫ সকলের হৃদয় গ্রাহ্য হতে চলেছে এবং নগরের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি নতুন ধারণা নিয়ে আসবে।

Leave a Reply

error: Content is protected !!