খড়দহ নতুন করে সাজিয়ে তোলা এক কথায় বলা যায় নবখরদাহ রূপকার কল্যাণ মুখার্জি দেখতে দেখতে এক বছর পা দিল তার মৃত্যুবার্ষিকী খড়দহ স্টেশন থেকে রহড়া বাজার রাস্তার সম্প্রসারণ করা 78/1 বাস চালু করা 56 বাস রুট চালু করা খরদাহ রবীন্দ্র ভবন গড়ে তোলা গঙ্গার পাড়ে ভাষা উদ্যান পার্ক খড়দহ পুষ্প প্রদর্শনী খড়দহ বিভিন্ন ওয়ার্ডে পার্ক গড়ে তোলা বিবেকানন্দ স্টেডিয়াম গড়ে তোলা এর সবকিছুরই কর্ণধার ছিলেন কল্যাণ মুখার্জি। তার মৃত্যুর এক বছর পদার্পণ করল তাকে স্মরণ করেই সিপিআইএম খরদাহ টিটাগর এরিয়া কমিটির পক্ষ থেকে বিটি রোড খড়দহ থানার উল্টো দিকে একটি অনুষ্ঠান বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য তন্ময় ভট্টাচার্য এছাড়াও বিভিন্ন সময়ে রক্তদাতা তাদেরকে উৎসাহিত করতে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য পলাশ দাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিক্ষক তড়িৎ বরণ তরফদার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌতম মুখার্জী পিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম ৩ সদস্য দেবজ্যোতি দাশ শুভব্রত চক্রবর্তী এবং পীর মোহাম্মদ দুটি এড়িয়া কমিটির সম্পাদক বাবন সরকার এবং সজল গুহ কল্যাণ মুখার্জির সহধর্মিনী রিঙ্কু মুখার্জী অরূপ মুখার্জি রিন্টু মৈত্র সহ সি পি আই এম কর্মী, সমর্থক দরদী এবং ছাত্র যুব মহিলারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করতে আসে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর ব্লাড ব্যাংকের কর্মীরা এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জনের কাছে মানুষ তাদের শরীরের প্রিয় অংশ রক্ত দিয়ে অপরের জীবন বাঁচাতে রক্ত দান করেন