Entertainment news News কামাগাতা কাপে তিনটি সোনা ও একটি রূপো জিতল মুন লাইট ইনস্টিটিউট November 8, 2022November 8, 2022 39botenten Reported By : তুষার কান্তি খাঁ ৮ইনভেম্বর, মঙ্গলবার, নবগ্রামের মুনলাইট ইনস্টিটিউট সারা ভারত ব্যাপী অনুষ্ঠিত কামাগাতা কাপ ক্যারাটে প্রতিযোগিতায় তিনটি সোনা ও একটি রূপো জেতে। জানা যায়, ওই প্রতিযোগিতায় মুনলাইট ইনস্টিটিউট থেকে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে তিনজন জিতে নেয় সোনা ও একজন জেতে রুপো। বিদ্যালয়ের এহেন সফলতায় স্বভাবতই খুশি ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার মানুষজন। Share Facebook Twitter Pinterest Linkedin