কোজাগরী লক্ষ্মীপুজোর আগুন ছোঁয়া ফলের বাজার
কোজাগরী লক্ষ্মীপুজোর আগুন ছোঁয়া ফলের বাজার

কোজাগরী লক্ষ্মীপুজোর আগুন ছোঁয়া ফলের বাজার

Spread the love

Reported By :- Binoy Roy

 

 

আজ সন্ধ্যাবেলায় কোজাগরী লক্ষ্মী পূজার শুভ আরম্ভ এবং চলবে আগামীকাল বুধবার পর্যন্ত কিন্তু লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন সকলেই বাড়িতে প্রতিষ্ঠা করেন মা লক্ষ্মীর মূর্তি কিন্তু ফলের বাজার আগুন সমস্ত ধরনের ফল এবং সবজি বাজার মূল্য কিন্তু আকাশছোঁয়া সাধারণ মানুষের নাগালের বাইরেই সবকিছু আর সকালবেলায় বাজারে সেইরকমই চিত্র ধরা পরল কিন্তু পুজো তো করতেই হবে তাই আগণসমা হলেও পরিমাণে অল্প করে জিনিস কিনে পুজোর আয়োজন করতে ব্যস্ত আপামর বাঙালি পরিবার।

Leave a Reply

Translate »