Reported By:- Abhijit Hazra
শ্রী শ্রী সন্তোষীমাতা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা, যা গাজীপুর ধর্মতলায় “আমরা ক’জনা ক্লাব” এর উদ্যোগে আয়োজিত হয়। গত ৩৫ বছরে, এই পূজা এলাকার মানুষের মাঝে ঐতিহ্য সৃষ্টি করেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি জনপ্রিয় উৎসব হয়ে উঠেছে।আমতা ২ নং ব্লকসহ হাওড়ার একাধিক ব্লক থেকে আগত প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন, আবৃত্তি, ‘দিদি নং-১’র আদলে “তুমিই শ্রেষ্ঠা”, ‘যেমন খুশি সাজো’, দ্বিদলীয় ক্যুইজ এবং দলগত নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫০০ এর বেশি যুবক ও যুবতী, যারা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ১০০০, ৭০০ ও ৫০০ টাকা নগদ পুরস্কার এবং স্মারক প্রদান করা হয়। দলগত নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দলের জন্য পুরস্কার ছিল ২০০০ টাকা, দ্বিতীয় দলের জন্য ১৫০০ টাকা এবং তৃতীয় দলের জন্য ১০০০ টাকা।
৩৫ বছর আগে এই পূজার সূচনা হয়েছিল অস্থায়ী মঞ্চে, বর্তমানে গাজীপুর গ্রামের বাসিন্দাদের আর্থিক সহায়তায় একটি পাকা মন্দির নির্মাণ করা হয়েছে। প্রতি বছর ৩ থেকে ৪ দিন ব্যাপী এই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা এলাকায় একটি ঐতিহ্যের রূপ নেয়।এছাড়া, পূজার শেষে প্রতিমা নিরঞ্জন করা হয় এবং প্রতি মাসের শুক্রবারে এই মন্দিরে শ্রী শ্রী সন্তোষীমাতা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।