গতকাল (10.02.2025 সোমবার) ডোমকল থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গাবতলা এলাকায় অভিযান চালায় ।
যেখানে একজন যুবকের অস্বাভাবিক ঘোরাফেরা লক্ষ্য করে ডোমকল থানার পুলিশ, এবং যুবককে গ্রেফতার করতেই চক্ষু চড়ক গাছ পুলিশ কর্মীদের ।
ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশী আগ্নেয়াস্ত্র ও 9 রাউন্ড তরতাজা বুলেট ।
ধৃত যুবকের নাম মোজাহেদ মণ্ডল, ডাকনাম মোবারক (বয়স 26) , বাড়ি ডোমকল থানার শিবনগর ডিহি পাড়া এলাকায় ।
পুলিশ ইতিমধ্যে তার বিরুদ্ধে উপযুক্ত মামলা দায়ের করেছে । আজ তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।
এই ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।