গীতা ভবনে সাড়ম্বরে পালিত হল জন্মাষ্টমী – G Tv { Go Fast Go Together)
গীতা ভবনে সাড়ম্বরে পালিত হল জন্মাষ্টমী

গীতা ভবনে সাড়ম্বরে পালিত হল জন্মাষ্টমী

 

সারা দেশের সঙ্গে সঙ্গে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের গীতা ভবনে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে চলছে জন্মাষ্টমী উৎসব পালন। যদিও কোভিড বিধি মেনেই উৎসব পালিত হচ্ছে, এমনটাই বলা হয়েছে গীতা ভবন সূত্রে। উল্লেখ্য, ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীতে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ ৷ সেই উপলক্ষে গোটা দেশে আজ পালিত হচ্ছে জন্মাষ্টমী৷ করোনা আবহে উত্সবের রং কিছুটা ফিকে। তবে গীতা ভবনে দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মন্দিরে চলছে আরতি। প্রতিবছর এখানে ভক্তদের ভীড় থাকে। কিন্তু বিগত দেড় বছর ধরে করোনা অতিমারীর জন্য সমস্ত অনুষ্ঠান বন্ধ থাকার জন্য কিছু সংখ্যক ভক্তদের নিয়ে আজকের দিনটি পালন করা হয়। এই উপলক্ষে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। তারপর শ্রীকৃষ্ণকে রথে চাপিয়ে গীতা ভবন প্রাঙ্গন থেকে গীতা ভবন বাসস্ট্যান্ড পর্যন্ত ঘোরানো হয় এবং মূল মন্দিরে আনা হয়। তারপর ভক্তদের পাতপেড়ে প্রসাদ খাওয়ানো হয়। এদিন গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী জানান, আজ থেকে ৩৫ বছর আগে জন্মাষ্টমী তিথিতে গীতা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল। তাই আজকের দিনে গীতা ভবন সমাবর্তন উৎসব পালন করা হত। কিন্তু করোনা অতিমারীর জন্য এখন সমস্ত অনুষ্ঠান বন্ধ থাকার জন্য এই সমাবর্তন উৎসবও বন্ধ রাখা হয়েছে। এদিন গোপালের পুজো করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনার কথা শোনানো হয়। পাশাপাশি সন্ধ্যার সময় গীতাপাঠও করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Translate »
Call Now Button