ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম পূরণে ব্যস্ত বিধায়ক – G Tv { Go Fast Go Together)
ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম পূরণে ব্যস্ত বিধায়ক

ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম পূরণে ব্যস্ত বিধায়ক

 

 

 

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থানুকুল্যে দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। তাই বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য ফর্ম ফিলাপ করছে। তার জন্য স্থানীয় বিধায়কের সই দরকার। তাই আজ দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার কাছে ছাত্রছাত্রীরা আসে। বিধায়ক অনুপ সাহা প্রত্যেক ছাত্রছাত্রীর ভালোভাবে ফর্ম দেখে তিনি সই করেন। পাশাপাশি যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিলাপ করতে পারছে না বা ভুল ভ্রান্তি রয়েছে তাদের ফর্মগুলো তিনি নিজেই পূরণ করে দিচ্ছেন। এদিন অনুপ সাহা জানান, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী রিলীফ ফাণ্ডের যে স্কলারশিপ তার ফর্ম নিয়ে ছাত্রছাত্রীরা এসেছে। ফর্মে ভুল ত্রুটি থাকলে সেগুলোকে ঠিক করে সই করে দিচ্ছি। যাতে তাঁরা পড়াশোনার জন্য স্কলারশিপ পাই। বেশ কয়েকদিন ধরে এই বিধানসভা এলাকার ছাত্রছাত্রীরা ফর্মে সই করিয়ে নিয়ে যাচ্ছে। এদিন পাঁচড়া হাই স্কুলের ছাত্রী মঞ্জুশ্রী মণ্ডল বলে, আমরা স্কলারশিপের ফর্ম পূরণ করে বিধায়কের সই করাতে এসেছি যদি ফর্মে ভুল ভ্রান্তি রয়েছে, কিম্বা কেউ ফর্ম পূরণ করতে পারিনি তো তিনি নিজে ভালোভাবে দেখে সই করে দিচ্ছেন।

Leave a Reply

Translate »
Call Now Button