Reported By:- Subham Roy
বলিউডের তরুণ প্রতিভাদের মধ্যে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) নাম না নিলেই নয়। ডেবিউ করার কয়েক বছরের মধ্যেই ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে পড়েছে তাঁর নাম। জাহ্নবীর অভিনয় দক্ষতা নিয়ে অনেকে নাক সিঁটকালেও তাঁর সৌন্দর্য মুগ্ধ করেছে সকলকেই। এমনকি অনেকের মতে, মা শ্রীদেবীর সঙ্গে মুখের অনেক মিল রয়েছে মেয়ের। শ্রীদেবীর পুরনো ছবির সঙ্গে জাহ্নবীর এখনকার ছবির তুলনা করে তা শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। মা ছিলেন লেডি সুপারস্টার। শ্রীদেবীর রূপের চর্চা ছিল বলিউড থেকে সাউথ পর্যন্ত। দক্ষিণী নায়িকা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে অন্য অভিনেত্রীদের প্রতিযোগিতায় ফেলে দিয়েছিলেন। ক্রমে তিনি প্রেমে পড়েন বিবাহিত প্রযোজক বনি কাপুরের। তাঁদের বিয়ের পর প্রথম সন্তান জাহ্নবী। শ্রীদেবী কন্যা হিসেবে পরিচিত হলেও বলিউডে অভিষেকের আগে তেমন জনপ্রিয় ছিলেন না তিনি। কিন্তু হঠাৎ করেই তাঁর জীবন ১৮০ ডিগ্রি ঘুরে যায় শ্রীদেবীর অকালপ্রয়াণের পর। মায়ের মৃত্যুর পরপরই বলিউডে ডেবিউ করেন জাহ্নবী। তাঁর প্রথম ছবি ‘ধড়ক’ বক্স অফিসে ব্যবসা করতে না পারলেও পরিচালক প্রযোজকদের নজরে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।