‘ট্যাপশন মিডিয়া’র পরিচালনায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন’

‘ট্যাপশন মিডিয়া’র পরিচালনায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন’

Reported By News Desk

১/০৬/২০২৫- মধ্যরাতে Prime Beach Resort Mandarmoni তে  ‘ট্যাপশন মিডিয়া’র উদ্যোগে অনুষ্ঠিত ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৫’ সৌন্দর্য্য প্রতিযোগিতা সম্পন্ন হয়। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন, যা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

 

প্রতিযোগিতার মূল উদ্যোক্তা নিতু শাহ জানিয়েছেন, “১৮ উর্ধ মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ তথা আত্মশক্তির বিকাশের লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছিল।” এই প্রতিযোগিতায় অবিবাহিত তরুণী থেকে বিবাহিত নারীর পাশাপাশি ‘পৃথুলা নারী’-রাও অংশগ্রহণ করেছেন, যা এই ইভেন্টের বৈচিত্র্যকে নির্দেশ করে।

 

শুরুতে অতিথিদের সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সৌন্দর্য্য প্রতিযোগিতার শুভারম্ভ ঘটে। টলিউড অভিনেত্রী তথা বিচারক দেবলীনা দত্তের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন দেবলীনা দত্ত, মৌবনী সরকার এবং রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।

 

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন

 

রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী সহ রাই কিশোরী ও পুতুল ধর।

 

সন্ধ্যার পর থেকে প্রতিযোগিতা ক্রমাগত উত্তেজনা বাড়াতে থাকে এবং নানা রাউন্ড শেষে বিকিনি রাউণ্ড দিয়ে শেষ হয়।

 

বিজয়ীদের তালিকা:

 

Miss Category

 

২য় রানার আপ: আন্ত্রা শর্মা

 

১ম রানার আপ: নাভিকা তিওয়ারি

 

বিজেতা: মিনাল শর্মা

 

Mrs Category

 

২য় রানার আপ: সুমন মেহরা

 

১ম রানার আপ: শ্রাবণী সরকার

 

বিজেতা: লেখা জৈন

 

Retro Category

 

২য় রানার আপ: অমৃতা ধঞ্জাল

 

১ম রানার আপ: কাজরি রায়

 

বিজেতা: ছাবি মালাকার

 

Plus Size Category

 

২য় রানার আপ: খুসবু সিং

 

১ম রানার আপ: চাঁদনি ঘর ছেথ

 

বিজেতা: আর্চনা খুসওয়া

 

এভাবে, ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৫’ সৌন্দর্য্য প্রতিযোগিতা একটি নতুন দিগন্তের সূচনা করল, যা নারীদের আত্মবিশ্বাস এবং সম্ভাবনার উদযাপন।

Leave a Reply

error: Content is protected !!