## ডোমকলে অস্ত্রসহ ধৃত দুষ্কৃতি!
## ডোমকলে অস্ত্রসহ ধৃত দুষ্কৃতি!

## ডোমকলে অস্ত্রসহ ধৃত দুষ্কৃতি!

Spread the love

Reported By Masud Rana

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ডোমকলে। সোমবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার চক অম্বরপুর এলাকায় পুলিশি অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতি আহাসান শেখ ওরফে ভুদেবকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ভুদেবকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী বন্দুক এবং একটি কার্তুজ। মঙ্গলবার ধৃত ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে , আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

Translate »