ডায়ালিসিস পরিষেবা চালু হল ডোমকল হাসপাতালে
ডায়ালিসিস পরিষেবা চালু হল ডোমকল হাসপাতালে

ডায়ালিসিস পরিষেবা চালু হল ডোমকল হাসপাতালে

Spread the love
Reported By:- Masud Rana

শনিবার, ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। পাঁচ বেডের এই ইউনিটের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমকল এসডিও শুভঙ্কর বালা এবং ডোমকলের বিধায়ক তথা পৌর প্রশাসক জাফিকুল ইসলাম। ডোমকল এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই ডায়ালিসিস পরিষেবার দাবিতে সোচ্চার ছিলেন, এবং অবশেষে তাদের চাহিদা পূরণ হতে যাচ্ছে। পূর্বে, ডোমকল, জলঙ্গি, রানিনগর ও ইসলামপুর থানার ডায়ালিসিস রোগীদের চিকিৎসার জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যালে যেতে বাধ্য হতে হতো। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন এই ইউনিটের মাধ্যমে স্থানীয় রোগীরা এখন থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারবেন হাসপাতালেই। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ, হাসপাতালের সুপার সৌরভ শীল এবং ডোমকল থানার আই সি পার্থসারথি মজুমদার। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নতুন উদ্যোগের জন্য উচ্ছ্বাস দেখা গেছে, যা তাদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা হিসেবে কাজ করবে। আশা করা হচ্ছে, এই ইউনিটের মাধ্যমে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে এবং রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Leave a Reply

Translate »