ডিজেল পেট্রোল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই এর বিক্ষোভ আন্দোলন ও কুশ পুত্তলিকা দাহ। মঙ্গলবার বহরমপুর গ্রান্টহলের সামনে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয় এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। এদিন বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুত্তলিকা দাহ করেন তারা। এসইউসিআই নেতা কৌশিক চ্যাটার্জী জানিয়েছেন, রাজ্য জুড়ে তাদের প্রতিবাদ সপ্তাহ পালন হচ্ছে। গোটা রাজ্যেই তারা আন্দোলনে সামিল হয়েছে।