Reported By:- News Desk
৮ই ফেব্রুয়ারি ২০২৫, ‘ডি সুধীর প্রোডাকশনস’-এর উদ্যোগে মুক্তি পেল দুটি নতুন আধুনিক গান: ‘তোর নামে নীল খামে’ এবং ‘চল পালাই’। এই গানগুলোর গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানান, তারা মজার ছলে কাজ করতে পছন্দ করেন এবং আজকের এই বিশেষ দিনটি তাদের জন্য অত্যন্ত আনন্দের।
গান দুটিতে সুর দিয়েছেন রাখী দত্ত দেব এবং রাজ বর্মন। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কাইজার খান, দেবলীনা দত্ত ও সুনন্দা। তারা সবাই আশা প্রকাশ করেছেন, গানগুলো দর্শকদের ভালো লাগবে।