ডোমকলে আবাস যোজনার তালিকায় অসঙ্গতি: ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

ডোমকলে আবাস যোজনার তালিকায় অসঙ্গতি: ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদের ডোমকল এলাকার ধুলাউড়িতে আবাস যোজনার ফাইনাল তালিকায় নাম কাটার অভিযোগে স্থানীয়দের মধ্যে রোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন জানান, তারা দীর্ঘদিন ধরে আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন এবং ব্লক আধিকারিকরা তাদের বাড়িতে এসে সার্ভে করার পর আশ্বাস দিয়েছিলেন যে তারা এই সুবিধা পাবেন। কিন্তু এবারের ফাইনাল তালিকায় তাদের নাম না থাকার ফলে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, পাকা ঘর পাওয়া ব্যক্তির নামই এই তালিকায় রয়েছে, অথচ প্রকৃত প্রাপকদের নাম কাটা হয়েছে। তারা বলেন, “আমরা দিদিকে বলতে ফোন করে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি।” এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হচ্ছে এবং তারা দাবি করছেন, অবিলম্বে সঠিক প্রাপকদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে বলে জানা গেছে, তবে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়ছে। প্রসঙ্গত, আবাস যোজনা হলো একটি সরকারি প্রকল্প, যার উদ্দেশ্য দরিদ্র জনগণের জন্য নিরাপদ ও স্থায়ী আবাস নিশ্চিত করা।

Leave a Reply

Optimized by Optimole