REPORTED BY:- MASUD RANA
ডোমকল থানার বর্তনাবাদ গ্রামের লালবাবু মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করে আগুন জলতে দেখা যায়
তখন লাল বাবু মণ্ডলের বাড়ির পাশের লোক জনেরা যখন চিৎকার চেঁচামেচি করে
তখন দেখে লালবাহাদুর এর স্ত্রী
তার বাড়িতে আগুন দাও দাও আগুন চলতে থাকে
তখন সে বাড়ির পাশের লোকজন কে ডাকাডাকি করে এবং বাড়ির লোকজনেরা আগুন নেভানোর চেষ্টা করে
যদিও দমকল কে খবর দেওয়া হলে
দমকল যাওয়ার আগেই লালবাহাদুর এর ঘর পুড়ে মাটির সঙ্গে মিশে যায়
তার বাড়িতে যেসব বাড়ির আসবাবপত্র ছিল সেসব আসবাবপত্র কিছু বার করতে পারেনি বলে জানা যায়