তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত। গত লোকসভা ভোটেও রাজ্যে নিজের স্থান বজায় রাখাই নয় বরং আরও বিপুল সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যে আরও বেশি বেশি করে মানুষকে অনুপ্রাণিত করছে তারই ফলস্বরূপ আজ ছয়ই জুলাই ২০২৪ এ দলের পতাকা হাতে তুলে নিলেন ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৯ নম্বর গ্রাম সংসদের বিজেপির মেম্বার মাননীয়া গৌরী ঘোষ। ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব বিপ্লব কুন্ডু এবং বরুণ চৌধুরীর নেতৃত্বে এক অনুষ্ঠানে বহরমপুর পৌরসভার পৌরপিতা শ্রী নাড়ু গোপাল মুখার্জি গৌরী ঘোষের হাতে তুলে দেন দলের পতাকা।