‘তিমির ত্বিষা’ – G Tv { Go Fast Go Together)
‘তিমির ত্বিষা’

‘তিমির ত্বিষা’

গতবছরের গোড়া থেকেই করোনা জ্বরে জর্জরিত বিশ্ব। থেমে গেছে অজস্র জীবনের স্পন্দন। আমাদের চলা থেমে গেছে বহুলাংশে, সেই সঙ্গে ঘরবন্দী যাপন স্থবিরতা আনছে মননে-চিন্তায়-চেতনায়। এই অতিমারীর আবহে আমরা কবিতাবাড়ি খুঁজেছি সামগ্রিক উত্তরণের পথ, কবিতার হাত ধরে। আমরা বিশ্বাস করি এই ভয়ঙ্কর দুঃসময়ের ‘তিমির’-এ খানিকটা ‘ত্বিষা’র আশ্বাস নিয়ে আসতে পারে কবিতার উদযাপন।
গতবছর আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠান মঞ্চস্থ করতে পারিনি, কিন্তু করোনাবিধি মেনে দর্শকশূন্য প্রেক্ষাগৃহে আমাদের অনুষ্ঠানের ভিডিও রেকর্ড করেছিলাম। আগামী ২৫শে সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসছি আমাদের সেই উপস্থাপনা – ‘তিমির ত্বিষা’। কবিতাবাড়ি প্রথমবার আসছে অনলাইনে। এই ‘তিমির ত্বিষা’ শীর্ষক উপস্থাপনায় থাকছে কবিতাবাড়ির ৬টি নিরীক্ষামূলক প্রযোজনা।

অনুষ্ঠানটি দেখা যাবে musianamiles এর সাইটে, আগামী ২৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৮টা থেকে ৭ দিন অর্থাৎ ২ অক্টোবর অব্দি। যাঁরা টিকিট সংগ্রহ করবেন, তাঁরা এই ৭ দিনের মধ্যে যে কোনও সময় এই অনুষ্ঠানটি দেখতে পাবেন।
টিকিট সংগ্রহ করা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.musianamiles.com/shows/timir-twisha
টিকিটের মূল্য: 100 INR, 5 USD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button