Reported By:- Masud Rana
তৃণমূলের মিছিলে মানুষের ঢল জলঙ্গিতে, সামনে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই অভিষেক বন্দোপাধ্যায় এর তৃণমূলের নব জোয়ার যাত্রা সম্পূর্ণ হয়েছে এই জেলায়। জেলার বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দল দেখা দিলেও, নব জোয়ার যাত্রায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। ঠিক সেই রকমই মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে একাধিকবার, তারপরেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিবাদ মিছিলে মানুষের ঢল চোখে পড়ার মতো। শনিবার বিকেলে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, নিত্য প্রয়োজনীয় জিনিসের অবাধ মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল করা হয়। সিবিআই ইডি দিয়ে বাংলার সাথে দ্বিচারিতা এবং সিপিআইএম কংগ্রেসের কুৎসার প্রতিবাদে, জলঙ্গির জোড়তলা বাজার থেকে পদ্মা নদীর ধার পর্যন্ত পায়ে হেঁটে, তৃণমূল জলঙ্গি ব্লক উত্তরের নেতৃত্বে আজকের এই ঐতিহাসিক মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম রকি, ব্লক সভাপতি মোহিত কুমার দেবনাথ এবং সংখ্যালঘু সেলের সভাপতি মিনারুল ইসলাম মিনা, যুব তৃণমূল ব্লক সভাপতি মোশারফ হোসেন নিলুয়া সহ আরো অনেকে।