দক্ষিণেশ্বর থানার পুলিশ আটক করল বিপুল পরিমাণ ফেন্সি ডিল সিরাপ

দক্ষিণেশ্বর থানার পুলিশ আটক করল বিপুল পরিমাণ ফেন্সি ডিল সিরাপ

Reported By:- Manoj Das

বরাহনগর রাজাবাগান বস্তির কাছে একটি ইউপি নাম্বারের ভলভো বাস থেকে বেআইনি ফেন্সি ডিল সিরাপের ৭৭ পেটি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয়রা দক্ষিণেশ্বর থানায় খবর দিলে পুলিশ দ্রুত অভিযান চালায়।দক্ষিণেশ্বর থানার পুলিশ বিস্তৃত একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ভলভো বাস ও একটি বলের পিকআপ ভ্যানকে আটক করে। গাড়ি দুটি থেকে মোট ৭৭ পেটি মাল আটক করা হয়, যেখানে প্রতিটি পেটিতে ১০০ এমএল ফেন্সি ডিল সিরাপের ২০০টি বোতল ছিল।এ বিষয়ে পুলিশ কমিশনারের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, অভিযানে উপস্থিত এসিপি বেলঘড়িয়া ও দক্ষিণেশ্বর থানার আইসিও সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।অভিযানের সময় গাড়ির দুই ড্রাইভার এবং খালাসী পালিয়ে যায়, কিন্তু পুলিশ তাদের শনাক্তকরণের জন্য তদন্ত শুরু করেছে। আটক করা মাদক দক্ষিণেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।এ ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যেহেতু বেআইনি মাদক পাচার আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি। পুলিশের এ অভিযানের ফলে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!