Reported By Manoj Das
গত ৭ এপ্রিল, রহড়া থানার ডাঙ্গা ডিংলা পাতুলিয়া পঞ্চায়েতের আমবাগান অঞ্চলে চারজন তৃণমূল সমর্থক এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে গণধর্ষণ করে। এই ঘটনার পর, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে যান।
প্রতিনিধিদলে ছিলেন আত্রি গুহ, যশোধরা বাগচি, রুনু ব্যানার্জি, গার্গী চ্যাটার্জি, সোমা দাস, পাপড়ি দত্ত, ইন্দ্রানী কুন্ডু, পূরবী সরকার এবং এলাকার গণ-আন্দোলনের নেতা সজল গুহ ও অনির্বাণ ভট্টাচার্য। তাঁরা নির্যাতিতার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং আশ্বস্ত করেন যে মহিলা সমিতির নেতৃত্ব সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতা করবে।
এছাড়াও, প্রতিনিধি দলটি পরে পাতুলিয়া বাজার থেকে একটি মিছিল শুরু করে যা রহড়া থানায় গিয়ে শেষ হয়। সেখানে তারা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে একটি ডেপুটেশন তুলে দেয় এবং ঘটনার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। মহিলা সমিতির নেতৃবৃন্দ বলেন, “আমরা নির্যাতিতার পরিবারকে সব ধরনের সহযোগিতা করবো এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লড়াই করবো।”
এমন ঘটনার বিরুদ্ধে সমাজের সকল স্তরে সচেতনতা ও প্রতিবাদের প্রয়োজনীয়তা আজকের দিনে অপরিহার্য।