নিম্নমানের সামগ্রী দিয়ে মিড ডে মিল রান্নার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে প্রশ্ন করাই মেজাজ হারাচ্ছেন প্রধান শিক্ষক ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকল থানার বৃন্দাবনপুর ঘোষালপুর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রের এ ঘটনা অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শবকত মন্ডল দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এভাবেই চালাচ্ছেন স্কুল এমনই অভিযোগ এলাকার মানুষ থেকে রাধুনীদের যদিও রাঁধুনীরা জানান একাধিকবার প্রধান শিক্ষক কে বললেও তিনি তার ইচ্ছামতই নিম্নমানের সামগ্রী নিয়ে এসে মিড ডে মিলে রান্নার জন্য দেন এমনকি মিড ডে মিলের ডিম থেকে শুরু করে বিভিন্ন কিছুই দেন না আর এমনই ঘটনা উঠে আসছে তবে এই বিষয়ে স্থানীয় এক অভিভাবক বলেন এই প্রধান শিক্ষককে বলতে গেলেই তিনি কটুক্তিকার কথা থেকে শুরু করে বিভিন্ন কিছু বলেন