নরেন সেন স্কোয়ার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচী – G Tv { Go Fast Go Together)
নরেন সেন স্কোয়ার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচী

নরেন সেন স্কোয়ার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচী

Reported By Mrityunjoy Roy

২০সেপ্টেম্বর,কলকাতা: রবিবার ১৯ শে সেপ্টেম্বর নরেন সেন স্কোয়ার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে হয়ে গেল রক্তদান কর্মসূচী ও কালচারাল অনুষ্ঠান।। এই রক্তদান শিবিরে মোট ১৮৩ জন রক্তদাতা রক্তদিয়েছেন।। তাদের মধ্যে ৪২জন মহিলা এবং ১৪১ জন পুরুষ রক্ত দিয়েছেন।।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী সুজিত বোস,ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন রাজ্য সভার সাংসদ কুণাল ঘোষ এছাড়াও ছিলেন বরানগরের বিধায়ক ও উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায়, রাজকিশোর গুপ্তা, স্বপ্না দাস,পিয়াল চৌধুরী,চিনু হাজরা,বুলবুল সাউ,শান্তনু দত্ত,কমলেশ সাউ, সোমনাথ বিশ্বাস, বাপি দে,শান্তি রঞ্জন কুন্ডু,রহিত দাস,অর্কনীল দাস,মৃত্যুঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে।।

রক্তদান শিবির শেষ হওয়ার পরে কালচারাল অনুষ্ঠানের শুভ সূচনা হয়।। অনুষ্ঠানে গান গেয়েছেন সা রে গা মা পা খ্যাত কৌশালী ভট্টাচার্য।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button