Reported By:- Binoy Roy
ধৃতদের নাম, কবিরুল সরকার,সান্তারুল ইসলাম ও শরিফুল বিশ্বাস সকলের বাড়ি জলঙ্গী থানায় এলাকায়। পুলিশ সূত্রের খবর কবিরুল নামে এক ব্যক্তি ডোমকল থেকে মোটর বাইকে করে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে আসার পর সেগুলো সান্তারুল ইসলাম ও শরিফুল বিশ্বাসকে হস্তান্তর করার সময় কর্মরত এক অফিসার জলঙ্গি কলেজের কাছে সন্দেহ ভাজন ওই তিন জনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আজ তাদের মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন জলঙ্গি থানার পুলিশ।
কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন পুলিশ।