পঞ্চায়েত নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পের শিলান্যাস হলেও এখনো শুরু হয়নি কোনো কাজ

পঞ্চায়েত নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পের শিলান্যাস হলেও এখনো শুরু হয়নি কোনো কাজ

Reported By : Masud Rana
৩ রা আগস্ট , বৃহস্পতিবার, ঘটা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের শিলান্যাস করেছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে। মুর্শিদাবাদের বিভিন্ন রাস্তায় কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও এ কি হাল সুতির দেবীপুর থেকে নেতাজি মোড় আশ সাবিন মিশন পর্যন্ত। সাধারণ পথ চলতি মানুষ থেকে টোটো চাল ক সবাই পরেছেন সমস্যায়। রাস্তার কাজের নামে চারিদিকে বড় বড় গর্ত বর্ষা চলে এসেছে জলে পরিপূর্ণ সেই সব গর্ত। অথচ ভ্রুক্ষেপ নেই প্রশাসন এবং জনপ্রতিনিধির। এই রাস্তা দিয়েই শিশু থেকে বয়স্করা যাতায়াত করেন। টোটো চালকদের অভিযোগ বারবার টোটো পাল্টি খায়। অরঙ্গাবাদ পর্যন্ত যেতেই কয়েক ঘণ্টা সময় লেগে যায়। অবিলম্বে এই সমস্যার সমাধান করুক সরকার নইলে এই প্রতিদিন ঘটতে থাকবে ছোট বড় দুর্ঘটনা।

Leave a Reply

error: Content is protected !!