Reported By : Binay Roy
২৬ শে নভেম্বর, শনিবার, নওদার টিয়াকাটা ফেরী ঘাটের কাছে ঘটে যাওয়া মতিউর ইসলামকে নৃশংসভাবে খুনের ঘটনায় নদীয়ার থানারপারা থানা এলাকা থেকে ইসরাফিল সাহিদ নামের একজনকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। মৃত মতিউর ইসলামের পরিবার থেকে যে দশ জনের নামে অভিযোগ করা হয়েছিল তার মধ্যে ওই ধৃত ব্যক্তির নাম নেই। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হয় মতিউর ইসলামকে। আর ওই ঘটনার সাথে পার্টির কোনো যোগাযোগ নেই বলেই জানা যায়। নওদা থেকে বহরমপুর কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশ দশ দিনের রিমান্ডে নেবার আবেদন জানিয়েছে।