পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বাচ্ছন্দের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ, নতুন নজীর রাজারহাট নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারী বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের – G Tv { Go Fast Go Together)
পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বাচ্ছন্দের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ, নতুন নজীর রাজারহাট নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারী বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের

পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বাচ্ছন্দের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ, নতুন নজীর রাজারহাট নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারী বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের

REPORTED BY:- Mrityunjay Roy

করোনা মহামারীর ভয়াভয়তাকে পেছনে ফেলে ইতিমধ্যে শুরু হয়েছে সি.বি.এস.ই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা চলাকালীন প্রায়ই দৃষ্টি গোচর হয় স্কুল গুলোর বাইরে অপেক্ষমান অভিভাবকদের ধুলো-বালি ও গরমে নাজেহাল অবস্থা। কিন্তু এর-ই মাঝে ব্যতিক্রম রাজারহাট নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারী বোর্ডিং স্কুল। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে অভিভাবকদের জন্য হস্টেল প্রাঙ্গনে গড়ে তোলা হয়েছে অস্থায়ী বিশ্রামাগার, যেখানে সুব্যবস্থা রয়েছে পানীয় জল, খাবার এবং বৈদ্যুতিক পাখার। বেলঘড়িয়া, বিরাটি, বেলগাছিয়া, লেক টাউন তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগে যথেষ্টই আপ্লুত ও কৃতজ্ঞ। স্কুলের সম্পাদক মীনা শেঠী মণ্ডল জানান, “অভিভাবকদের স্বাচ্ছন্দের জন্য এই উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের এক ছোট্ট মানবিক প্রয়াস। প্রায় সব প্রতিষ্ঠান-ই পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা গুলোর প্রতি যত্নশীল হলেও, ছাত্র-ছাত্রীদের সাথে আগত অভিভাবকদের দিকে কেউ-ই দৃষ্টিপাত করে না। এই পরিস্থিতিতে আমাদের এই প্রচেষ্টা এক বাস্তবিক সমস্যার সমাধানের রাস্তা”।

Leave a Reply

Translate »
Call Now Button