Reported By : তুষার কান্তি খাঁ
৩রা ডিসেম্বর, শনিবার, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নবম মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল আজ জঙ্গিপুরের সুভাষ দ্বীপে। উক্ত সম্মেলন স্থলের নামকরণ করা হয় প্রয়াত কবি কৃষ্ণ ধরের নাম অনুসারে।
মঞ্চের নামকরণ করা হয় প্রয়াত কমরেড আজিজুল ইসলাম, অর্ধেন্দু দাস, অরুণ ব্যানার্জি ও মদন চন্দ্র রায়ের নামে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি সমীরবরণ দত্ত এবং একটি স্মরণিকাও প্রকাশ করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সেলিনা খাতুন, গিরিধারী সাহা, শ্যামল সেনগুপ্ত সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক ও শিল্পীগণ।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক গিরিধারী সাহা ।প্রতিবেদনের ওপর আলোচনা করেন ৭ জনপ্রতিনিধি। মঞ্চ থেকে ৪৫ জনের একটি কমিটি গঠন করে গিরিধারী সাহাকে সম্পাদক ও সমীর বরণ দত্তকে সভাপতি ঘোষণা করা হয়।