পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি জেলা যুব কংগ্রেসের, শনিবার দুপুরে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে সামিল হন জেলা যুব কংগ্রেস নেতৃত্ব , হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান চলে, অবস্থান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনায় সোচ্চার হন সংগঠনের সদস্যরা, এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ, বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ দলীয় নেতৃত্ব ও কর্মী সদস্যরা