প্রতিবন্ধি যুবতীকে ধর্ষনের অভিযোগ

প্রতিবন্ধি যুবতীকে ধর্ষনের অভিযোগ

Reported By:- MASUD RANA

এক প্রতিবন্ধি যুবতীকে ধর্ষনের অভিযোগ উঠল এক ব্যাবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর সোমবার দুপুরে ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। লিখিত অভিযোগের পরপরই এলাকা ছেড়ে বেপাত্তা অভিযুক্ত চল্লিশ বছরের ঐ ব্যাক্তি। উল্লেখ্যে, গত ১৮ ই নভেম্বর দুপুর বেলাই ডোমকলের অম্বরপুর এলাকায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ঐ যুবতী। সেইসময় সাথে কেউ না থাকার সুযোগ বুঝে নিজের সারের দোকানে ফুসলিয়ে ডাকে অভিযুক্ত আজিজুল বিশ্বাস। তারপরেই তাকে জোরপূর্বক ধর্ষন করে বলে অভিযোগ। ঘটনার পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়াও হয়। বাড়ি ফিরেই কান্নাকাটি শুরু করে। মেয়ের কান্না দেখে পরিবারের লোকজন বুঝতে পারলে চিহ্নিত করে অভিযুক্তকে। অভিযুক্তের নাম আজিজুল বিশ্বাস (৪০)। তার অমবরপুর এলাকায় সারের দোকান রয়েছে। ঘটনার জানাজানি হতেই এলাকার মোড়লদের নিয়ে মিমাংসায় বসলে ২৫ হাজার টাকা ফয়সালা হয়। কিন্তু তা মানতে চাননি নির্যাতিতার পরিবার। এমনকি নজরবন্দি করে রাখা হয় নির্যাতিতার পরিবারকে। সুযোগ বুঝে সোমবার সকালে রওনা দেই ডোমকল থানার উদ্দেশ্যে। বিকেলের দিকে অভিযুক্তের নামে লিখিত অভিযোগ জানান নির্যাতিতার পরিবারের লোকজন। অভিযোগের পরেই এলাকা ছেড়ে বেপাত্তা অভিযুক্ত।
ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!