‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’: সম্মানিত হলেন ২২ জন কৃতি ব্যক্তিত্ব

‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’: সম্মানিত হলেন ২২ জন কৃতি ব্যক্তিত্ব

Reported By:- News Desk

রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের নিরাপত্তা বিভাগের মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দ্র চক্রবর্তী, এবং রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উপ সচিব দিলীপকুমার বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ‘বং সিনেমাটিক’ তাদের তৃতীয় বর্ষের ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করল।আজ অপরাহ্ণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২২ জন কৃতি ব্যক্তিকে সম্মানিত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। ‘বং সিনেমাটিক’-এর কর্ণধার বিশ্বরূপ সিনহা জানান, “আজ আমরা গর্বের সাথে এই ২২ কৃতিত্বপূর্ণ ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিতে পেরে আনন্দিত।”

এছাড়া, একই মঞ্চ থেকে ‘মাঝে মাঝে তব দেখা পাই’ নামক একটি স্বপ্ন দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং ‘অন্তহীন’ নামক একটি টেলিফিল্মের পোস্টার মুক্তি দেয়া হয়, যা আগামী দিনে দর্শকদের কাছে একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নানা শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় সাংবাদিকরা। তারা সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বাংলা সংস্কৃতি ও শিল্পের বিকাশের জন্য এর গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

error: Content is protected !!