Reported BY অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া
গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার অন্তর্গত আমতা ১নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সাড়ম্বরে পালিত হলো বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী। বর্ষণের মাঝেও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সাংবাদিক অর্ণব সাউ, সহ শিক্ষক সুপ্রীয় কুমার প্রামাণিক ও সুব্রত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যা বিদ্যাসাগরের জীবন ও কর্মকে তুলে ধরে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিদ্যুৎ মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একই সঙ্গে পালিত হয় রান্না পূজা উৎসব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ হাজরা জানান, “গ্রামে ভাদ্র মাসে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে রান্না পূজা উৎসব পালিত হয়। আমরা ২০১৮ সাল থেকে এই উৎসব বিদ্যালয়ে পালন করতে শুরু করেছি। করোনা পরিস্থিতির কারণে ২০১৯ ও ২০২০ সালে এটি সম্ভব হয়নি। তবে এবার আমাদের বিদ্যালয়ে পঞ্চম বার্ষিক রান্না পূজা উৎসব অনুষ্ঠিত হলো।”
উৎসবে, শিক্ষার্থীরা নানা ধরনের আনাজ ও রান্নার সামগ্রী নিয়ে আসে, এবং স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল দিয়ে সহযোগিতা করেন। অভিভাবকরা দোকান-বাজার থেকে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে উপস্থিত হন। এর ফলে, বিদ্যালয়ে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করে এবং নিজেদের মধ্যে আনন্দ ও মৈত্রী বাড়ায়।
দেবাশীষ হাজরা গর্বের সঙ্গে বলেন, “মোল্লারচক প্রাথমিক বিদ্যালয় এই রান্না পূজা উৎসবের মাধ্যমে জেলা, রাজ্য তথা সারা ভারতে একটি নজির স্থাপন করেছে।” এতে বিদ্যালয়ের খেলাধুলা, যোগব্যায়াম এবং সংস্কৃতির প্রশংসাও উঠে এসেছে, যা বর্তমান সময়ে একটি বড় অর্জন।