## বিয়ের আনন্দে বিষাদ!
## বিয়ের আনন্দে বিষাদ!

## বিয়ের আনন্দে বিষাদ!

Spread the love

Reported By মোহাম্মদ জাকারিয়া

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের করণদিঘী ২ নম্বর অঞ্চলে এক বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকের আবহে। সোমবার দুপুরে বর ডিঘি পুকুরে ডুবে মারা গেল রুচি কুমারী নামে এক ছোট্ট মেয়ে। সূত্রের খবর অনুযায়ী, রুচি কুমারীর বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া এলাকায়। সোমবার ঘটনা ঘটেছে করণদিঘী থানার পাচঁপির এলাকায়, যেখানে বিয়েবাড়িতে আনন্দ-উৎসব চলছিল। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়, যখন রুচি পুকুরে খেলার সময় হঠাৎ জলে তলিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজন তাকে তৎক্ষণাৎ উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত, শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। করণদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Translate »