বহরমপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল দলের প্রার্থী দেবাশীষ ব্যানার্জী – G Tv { Go Fast Go Together)
বহরমপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল দলের প্রার্থী দেবাশীষ ব্যানার্জী

বহরমপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল দলের প্রার্থী দেবাশীষ ব্যানার্জী

Reported By:- Binoy Roy

সামনেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে জেলার সব রাজনৈতিক দলের প্রচার চলছে। চলছে মানুষের কাছে দলের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজ। প্রতি রাজনৈতিক দলই বিভিন্ন ইস্যু তুলে ধরে নিজেদের প্রচার চালাচ্ছেন। শুক্রবার বহরমপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল দলের প্রার্থী দেবাশীষ ব্যানার্জী। গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। শুক্রবার সাগরদিঘির প্রার্থী দেবাশীষ প্রথমে বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ের সাংবাদিক বৈঠকে যোগ দেন। পরে সেখান থেকে বেরিয়ে মিছিল করে প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন। পরে তিনি জানান, সাগরদিঘির মানুষ উন্নয়নের সঙ্গে আছেন। সেখানকার ভূমিপুত্র হিসেবে তিনি জয়ী হচ্ছেন। প্রয়াত নেতা ও বিধায়ক সুব্রত সাহার উন্নয়নের অসমাপ্ত কাজ তিনি শেষ করবেন বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button