বহরমপুরে গঙ্গা পুজোতে বন্ধুদের মধ্যে বচসার জেরে গুলি বিদ্ধ এক যুবক বলে অভিযোগ

বহরমপুরে গঙ্গা পুজোতে বন্ধুদের মধ্যে বচসার জেরে গুলি বিদ্ধ এক যুবক বলে অভিযোগ

REPORTED BY:- BINOY ROY


আহত যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে বহরমপুর থানার খাগড়া শ্মশানঘাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর গতকাল গভীর রাত্রে খাগড়া শ্মশানঘাট এলাকায় গঙ্গা পূজা উপলক্ষে বন্ধুবান্ধবদের এক জায়গায় আড্ডা চলাকালীন। বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন বিশ্বজিৎ দাস নামে এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে প্রকাশ্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয় এক যুবক। আহত যুবক চন্দন গঙ্গাপুত্রের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে। তবে কি কারণে গুলি চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা স্বীকার করা হয়নি।

Leave a Reply

Optimized by Optimole