Reported By : Binay Roy
২১ শে নভেম্বর, সোমবার, বহরমপুরে ডেঙ্গু মোকাবিলায় আবারও পথে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমবার সকালে বহরমপুরের খাগড়া কংগ্রেস পার্টি অফিস থেকে জগদম্বা মন্দিরের পাশে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির কারণে জীবাণু নাশক স্প্রে করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ডেঙ্গু নিধনের জন্য মশা মারার বিষ, তেল স্প্রে করার কর্মসূচি পালন করা হয়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই স্প্রে করেন অধীর চৌধুরী। তিনি বলেন, বহরমপুর শহর জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দৈনিক চোখ রাঙাচ্ছে। যার জন্য তারা মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি কমাতে এই স্প্রে কর্মসূচি পালন করেন।